ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন জেলা প্রশাসন শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তরে মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির, মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার সহ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এবং জেলা পর্যায়ের সকল সরকারী প্রতিষ্ঠান ও জেলা আওয়ামীলীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ঝালকাঠির জেলা ক্রীড়া সংস্থাসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
সকাল ১১ টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্ত্বে ভার্চুয়াল আলোচলা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার ফতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র