ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু কল্যাণ বোর্ড সদস্যদের নিয়ে শিশু আইন অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল ১০টায় বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল ভার্চুয়ালী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঝালকাঠি জেলা প্রশসাক মো. জোহর আলীর সভাপতিত্বে কর্মশালায় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমুল আলম ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট ……..অন্যদের মধ্যে মূল বিষয়ের উপরে ইউনিসেফ প্রতিনিধি সাকির হাসান মাল্টিমিডিয়ায়ে উপস্থাপনা করেন।
জেলা প্রশাসনের আয়োজনে ইউনিসেফ এতে সহযোগীতা করেছে। কর্মশালায় সরকারী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পুলিশ কর্মকর্তা, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাসহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেছেন।