ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরে জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে সামাজিক সচেতনতা মূলক কর্মকান্ড বাস্তবায়নে স্বেচ্ছা সেবক মূলক যুব সমাজের করনীয় শীর্ষক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে এই কোর্চের উদ্বোধন করেন। যুব উন্নয়ন অধিপ্তরের উপ-পরিচালক ফারিহা নিশাত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ হাফিজুর রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মোতাহার রহমান উপস্থিত ছিলেন। নারী-পুরুষ ৩০ জন যুব সংগঠনের সদস্যরা এই কোর্সে অংশগ্রহন করছে।