ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঝালকাঠিতে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ আগষ্ট সকালে শিশু একাডেমি হল রুমে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান। অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক,অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু,সমাজ কল্যন বিষয়ক সম্পাদক কবির হোসেন আকনসহ শিশু একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। পরে ১৫ আগস্টে নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের উন্নয়ন-অগ্রগতি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি ও ঝালকাঠি জেলা প্রশাসন এর আয়োজন করেন।