ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও পর পর ৫বার নির্বাচিত কাউন্সিলর হুমায়ূন কবিরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শহর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও ৪নং পৌর আওয়ামী লীগ তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়েছে। শহর আওয়ামী লীগের পক্ষে সভাপতি আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আঃ রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ এবং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ আজাদ রহমান পৃথক পৃথক বিবৃতি প্রকাশ করেছে। প্রকাশগত গত ১২ আগস্ট দিবাগত রাত সাড়েক ১০টায় পৌর কাউন্সিরের বাসার সামনে বসে পালবাড়ী সড়কে তার উপরে সন্ত্রাসী হামলা করা হয়।