ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির খানের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় পালবাড়ী এলাকায় তার বাসার কাছে সড়কের উপরে একদল সন্ত্রাসী এলোপাথারী কুপিয়ে গুরতর আহত করে। তাকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে ঢাকায় প্রেরন করা হয়েছে।
পুলিশ ও হুমায়ন কবির খানের পরিবার সূত্রে দাবী করা হয়েছে, বিবাদমান কামাল শরীফ গ্রুপের ৬/৭ জন হুমায়ন কবিরের উপরে অতর্কিত হামলা চালায়। কামাল শরীফ ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর। হুমায়ন কবির খানের সাথে পশ্চিম ঝালকাঠি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ২ বছর যাবত উভয় পক্ষের মধ্যে একাধিক সহিংস ঘটনায় পালটাপালটি মামলা হয়েছে।
ঝালকাঠির থানা পুলিশ জানিয়েছে হুমায়ন কবির খানের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে তবে ঐ এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে ও হামলাকারীদের সনাক্তকরনের কাজ করছে পুলিশ।