ঝালকাঠি প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ২১মে। আজ দুপুরে ঝালকাঠি সদর উপজেলার ৭৭টি কেন্দ্র এবং নলছিটি উপজেলার ৭০টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন নির্বাচন রিটার্নিং অফিসার। ব্যালট ছাড়া অন্যান্য সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে। শুধুমাত্র ব্যালট পেপার ২১মে ভোরে কেন্দ্রে পাঠানো হবে। জেলার দুটি উপজেলায় মোট ১৪৭ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৯৯জন। সদর উপজেলায় নারী ভোটার ৮৮হাজার ১৪৭ জন ও পুরুষ ভোটার ৯১ হাজার ১১৫ জন। নলছিটি উপজেলায় নারী ভোটার ৮২হাজার ৪৬৭ জন ও পুরুষ ভোটার ৮৬ হাজার ২০৬ জন।