ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে প্রশাসনের নজরদারি কমে যাওয়ায় লকডাউনের মধ্যেও বাজার ও সড়কগুলোতে আগের মতই মানুষের ভির দেখা যাচ্ছে। তবে প্রশাসন বলছে তাদের নজরদারি কমেনি বরং জোরদার করা হচ্ছে। দোকান পাট খোলার হার বেড়ে গেছে। রাস্তায় মানুষ অবাদে চলাফের করছে।
গত ২৪ ঘন্টায় ১১৪ জন করোনায় আক্রান্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। তাই আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে শুরু করছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী জানিয়েছেন, বিগত দিনের দেয়া লকডাউনগুলোর মধ্যে এবারের লকডাউন বেশি কার্যকর হচ্ছে। এ ধারা দরে রাখার জন্য প্রশাসনের চেষ্ঠা অব্যাহত থাকবে।