ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা যুব ঋণের চেক ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগ সভপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৭জন প্রশিক্ষণ প্রাপ্ত যুব উদ্যোগক্তাদের ৫লক্ষ টাকার ঋণ সহায়তার চেক বিতরণ করেন এবং একই অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।