ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কঠোর লকডাউনের মধ্যেও বৃহস্পতিবার রাস্তায় মানুষের ভিড় বেড়েছে। বাজারে জটলা বেধে কেনাকাটা করছে জনসাধারণ। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। রাস্তায় যানবাহন চলাচলও বেড়েছে। মোটরসাইকেলেও একাধিক লোক বসে চলাচল করছে। এ
মন পরিস্থিতিতে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনছার ব্যাটালিয়ান সদস্যরা। কারনে অকারনে রাস্তায় বের হওয়া মানুষের যাতায়াত ঠেকাতে জেলা প্রশাসনের ১৫টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। লকডাউন অমান্য করায় আজ বৃহস্পতিবার সকালে ৪৬ জনকে ২৬ হাজার ৮৯০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নলছিটি উপজেলাতেই পুলিশ. সাংবাদিকসহ ৩৪ জনকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, করোনার মধ্যে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। লকডাউন অমান্য করে অনেক মানুষ বিনা কারনে ঘোরাফেরা করছেন। মিথ্যা অযুহাত দেখিয়ে আনাচে কানাচে জটলা বাধছেন। অনেকে মোটরসাইকেল চালাচ্ছেন একাধিক ব্যক্তিকে পেছনে নিয়ে। আবার কারো মাথায় হেলমেড নেই, এর মধ্যে পুলিশও রয়েছে। যারা আইন অমান্য করেছেন, তাদেরকে জরিমানা করা হয়েছে।