ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের গোপিনাথকাঠি গ্রামে দিনমজুর ফজলুল হক এর সরকারি গৃহনির্মান কাজ ৬ মাস যাবৎ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ঘরের মেঝ ও বারেন্দায় ছোলিং করে পাকাকরণ করা হয়নি। সরকার ফজলুল হকের ৩ শতাংশ জায়গায় ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থ মঞ্জুরি দিয়ে গৃহনির্মান প্রকল্পভ‚ক্ত করেছে।
এই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের তত্বাবধানে গৃহনির্মান প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু চেয়ারম্যানের প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত ব্যাক্তি ঘরের জ¦ানলা কপাট সহ ফ্লোরের কাজ না করে চলে গেছেন। এই পরিবারটি খোলা ঘরে এখন নিরাপদহীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবেকুন নাহারের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বিষয়টি দ্রæততার সাথে সমাধান করার আশ^াস দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান শুধু ফজলুল নয় এই ইউনিয়নে কিছু গৃহনির্মান কাজের ত্রæটি রয়েছে এবং সেগুলি দ্রæততার সাথে সমাধানের চেষ্টা চলছে।