জনতার খবর ক্রীড়া ডেক্সঃ
জাতীয় দলের খেলোয়াড়দের বেতন নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন বাড়ানো হচ্ছে।
১৭ আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম খান বলেন, ‘করোনাভাইরাসের পরিস্থিতিতে ক্রিকেটখেলুড়ে দেশগুলোর বোর্ডগুলো তাদের খেলোয়াড় ও স্টাফদের বেতন কমাচ্ছে।
আমরাও বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম কমানোর জন্য। কিন্তু তিনি বেতনটা বাড়ানোর কথা বলেছেন। আমরা মৌখিকভাবে অনুমোদন দিয়েছি, নতুন চুক্তিতে খেলোয়াড়দের বেতন ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। তবে বেতন বাড়ার বিষয়টি সময় সাপেক্ষ।’