জনতার খবর ডেক্স
বগুড়া জেলার আদমদিঘী উপজেলা কমপ্লেক্সের ফুল গাছ খাওয়ার অপরাধে একটি ছাগলকে দুই হাজার টাকা জরিমানা করা ইউএনও সীমা শারমিনকে বদলি করা হয়েছে।
তাকে জাতীয় স্থানীয় সরকার প্রশিক্ষণ ইন্সটিটিউট (এনআইএলজি) উপ-পরিচালক হিসেবে বদলি করা হয় ।
গত ৮ জুন মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
আদমদীঘি উপজেলা হাসপাতালের পাশে তালশুন এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জিল্লুর রহমানের স্ত্রী সাহারা বেগমের একটি ছাগল গত ১৭ মে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে ফুল বাগানে গিয়ে কয়েকটি গাছের পাতা খেয়ে ফেলে।
বিষয়টি ইউএনও সীমা শারমিন জানার পর ওই দিন নিরাপত্তা কর্মীদের মাধ্যমে ছাগলটি ধরে আনেন ও সাহারা বেগমকে ডেকে আনেন উপজেলা কার্যালয়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন সীমা শারমিন।
সাহারা খাতুনের জরিমানার ২ হাজার টাকা না দিলে ছাগল ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেন ইউএনও।
সাহরা খাতুনের অভিযোগ, সেদিন অনেক অনুরোধ করার পরেও ইউএনও ছাগল ফেরত দিতে রাজি হননি। এমনকি এর পর কয়েক দফা যোগাযোগ করা হলেও ছাগলটিকে ফেরত দেওয়া হয়নি।
ছাগলটিকে প্রথমে আনসার বাহিনীর হেফাজতে রাখা হয়। পরে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী আনসার আলীর হেফাজতে রাখা হয়। ২২ মে থেকে স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রী কাজলের তত্ত্বাবধানে রাখা হয়।
বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রচারিত হলে, গত ২৭ মে বিকালে ছাগলটি সাহারা খাতুনকে ফিরিয়ে দেওয়া হয়।