জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির শুক্রবারে ঢাকা যাওয়ার পথে ভাঙ্গা-মাওয়া সড়কের পাঁচর নামক স্থানে মারাত্মক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়ায় উপজেলা ছাত্রলীগ দোয়া ও মিলাদের আয়োজন করেন।
আজ ১৮ জুলাই রোববার আছার নামাজবাদ উপজেলা বন্দর জামে মসজিদে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যান ও তার সঙ্গীরা দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়ায় শুকরিয়া জানানো হয় এবং তার দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাঈদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ ছাত্রলীগের কর্মী ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বন্দর মসজিদের ইমাম ও খতিব মোঃ মিজানুর রহমান।
উল্লেখ্য যে, ভাঙ্গা-মাওয়া সড়কের পাচর নামক স্থানে শুক্রবার দিবাগত রাতে চেয়ারম্যানকে বহনকারী গাড়ীটি দুর্ঘটনার কবলে পড়ে। তাদের ব্যবহৃত গাড়ীটি ধুমরে-মুচরে গেলেও চেয়ারম্যান ও তার সফর সঙ্গীরা সকলে অক্ষত রয়েছেন। এ সময় তার সাথে ছিলেন চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ জমাদ্দার।