চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন মুমূর্ষু মা তার ছেলের জন্য নিজের আইসিইউ শয্যা ছেড়ে দেবার কিছুক্ষণ পর শ্বাসকষ্টে মারা গেছেন।
হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে গত ২৭শে জুলাই মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিয়া এবং আইসিইউ কনসালটেন্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ই জুলাই চট্টগ্রাম শহরের সিএমপি কলোনি এলাকার বাসিন্দা, ৬৫ বছর বয়সী কানন প্রভা পাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের কোভিড ইউনিটে মহিলা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।
এর কয়েকদিন পর তার ছেলে ৪৩ বছর বয়সী শিমুল পালও করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন একই হাসপাতালের পুরুষ আইসোলেশন ওয়ার্ডে।
এরপর মায়ের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে।
এক প্রকার সংকটাপন্ন অবস্থায় তাকে ২২ জুলাই কোভিড ইউনিটের তাৎক্ষণিক খালি থাকা একটি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র- আইসিইউ শয্যায় দ্রুত ভর্তি করা হয়। মঙ্গলবার ২৭শে জুলাই পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।