বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি:
জননেত্রী শেখ হাসিনা’র উপর বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে রাজাপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২০০৪ সালের ২১শে আগষ্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ঘাতকদের সহ এর মদতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃ সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ। আঁধাঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে উপস্থিত নেতাকর্মীরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃখায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে ও সাংগাঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর এর সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃসঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আ,লীগের সভাপতি এ্যাডঃ খায়রুল আলম সরফরাজ,সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন,যুগ্ন সাধারন সম্পাদক মজিবুর রহমান মৃধা,সাংগাঠনিক সম্পাদক ডেজলিং তালুকদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দীন মৃধা,বর্তমান সভাপতি পারভেজ বাবু, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান শাহজালাল আহমেদ, শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি শিকদার যুব মহিলালীগের নেত্রী নাজনিন পাখি প্রমূখ।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মী অংশগ্রহন করে।সভা শেষে ভয়াল ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
