জনতার খবর ডেস্ক::
গণটিকা কর্মসূচি আর নয়, এখন থেকে নিবন্ধনের মাধ্যমে নিতে হবে করোনার টিকা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী পরিষদের বৈঠক শেষে সোমবার সচিবালয়ে এই তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, টিকা হাতে না থাকলে ভবিষ্যতে আর বড় কমর্সূচি নেয়া হবে না।
স্বাস্থ্য মন্ত্রী জানান, সেপ্টেম্বরে আসছে ফাইজারের আরো ৬০ লাখ ডোজ টিকা। যা বিনামূল্যে পাবে বাংলাদেশ। চীন থেকে সিনোফামের আরো নতুন সাড়ে ৬ কোটি টিকার অর্ডার দেয়া হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আরো ১০ কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রী।
এছাড়া মন্ত্রী পরিষদ বৈঠকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে টিকার দুই ডোজ সম্পন্ন করার বিষয়ে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন।এখন টেকনিক্যাল কমিটিতে আলোচনা করে টিকা থাকা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মন্ত্রী।