জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের নিয়ে চেয়ারম্যানের প্রথম সভা ও ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় চেয়ারম্যানের অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রথমে চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের নবনির্বাচিত সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যরা। সদস্যদের ফুল দিয়ে গ্রহণ করেন চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
এ সময় ইউপি সচিব, অফিস সহকারী, গ্রাম পুলিশ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান উপস্থিত সকলের উদ্যেশে বলেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ হবে মাদক ও সন্ত্রাশ মুক্ত। এখানে গরীব, ধনী সকলে সমান সেবা পাবেন। কোন মাধ্যম ছাড়াই আমার সাথে দেখা ও কথা বলার সুযোগ থাকবে।
অনুষ্ঠান শেষে ১৪ দলের সমন্বায়ক আলহাজ্ব আমির হোসেন আমু’র মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রুহের মাগফিরত ও মহামারি করোনা থেকে দেশেবাসির মুক্তির জন্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির।