কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
গতকাল ২০ আগষ্ট রাত ৮টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, সভাপতিত্ব করেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশন সম্পাদক মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার,
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক উপাধক্ষ্য আবি আব্দুল্লাহ চুন্নু, উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া সিকদাড় বাড়ী জামে মসজিদের ইমাম মোঃ ইব্রাহিম খলিল। পরে উপস্থিত অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কাঠালিয়া বাজারের দোকানদার, আওয়ামীলীগ, সাংবাদিক, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদার ও কোষাধ্যক্ষ মোঃ হুমায়ন খান।