জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় লকডাউনের বিধিনিষেধ না মানায় ভ্রম্যমান আদালত ১১ জনকে জরিমানা করেছে।
আজ ২৬ জুলাই সোমবার উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কে অভিযান চালিয়ে ১১ জনকে চার হাজার আটশত টাকা জরিমানা করে।
কাঠালিয়া সদর বাজার, বাসস্ট্যান্ড, বান্দাঘাটা, বটতলা ও আমরিবুনিয়া এলাকায় মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এ জরিমানা করা হয়।