কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আজ ২৫ আগষ্ট বুধবার দুপুরে কাঠালিয়া উপজেলা মৎস্য বিভাগ এর আয়োজন করেন। উপজেলার ১৮টি উন্মুক্ত প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮০ কেজি কার্প, মিশ্র জাতের রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা পরিষদ পুকুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির মাছের পোনা অবমুক্ত করেন ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, জেলা মৎস্য বিভাগের সহকারী পরিচালক অভিজিৎ শীল, জেলা মৎস্য খামারের ব্যাবস্থাপক কুদ্দুস মিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।