জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ইয়াসে ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারীদের মাঝে গো-খাবার বিতরন করা হয়েছে। আজ ১৭ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাণিসম্পদ অধিদপ্তর এ খাবার বিতরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার কৃষক ও খামারীদের হাতে ভুসি, খৈর ও ভুট্টা সহ ১৫ কেজি করে খাবার তুলে দেন। ১৫৫ জন ক্ষতিগ্রস্থ কৃষক খামারীকে এ খাবার দেয়া হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল মমিন, সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মহিউদ্দীন, মাঠসহকারী মোঃ সিপন হাওলাদার, মোঃ সোহেল, পারভীন আক্তার প্রমুখ।