জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ৬টি ইউনিয়নের চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা সামাজিক আন্দোলন কাঠালিয়া এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, স্বতন্ত্র ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থীরা অংশ নেন। কাঠালিয়া সদর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো। মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ আকতার হোসেন নিজাম মিরবহর ও আওরাবুনিয়া ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী এমদাদুল হক আরেফিনের কাছ তেকে অংশগ্রহণ কারীরা সাধারণ জনতা বিভিন্ন প্রতিশ্রুতি আদায় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক আন্দোলন কাঠালিয়া এর সভাপতি মোঃ তুহিন সিকদার। সঞ্চলানায় ছিলেন সামাজিক আন্দোলনের উপদেষ্টা মোঃ মোস্তফা কামাল খন্দকার। অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় শতাধিক লোক অংশ নেয়।