জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বহুল আকাঙ্খিত করোনার ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দেয়া শুর হতে যাচ্ছে। চিনের তৈরি সিনোভ্যাক বায়োটেক কোম্পানির সিনোফার্ম টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ কুমার তালুকদার।
আগামী ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত প্রতিটি ইউনিয়নের ১ থেকে ৩নং ওয়ার্ডের ১৮ বছরের উর্ধের নারী-পুরষদের এ টিকা দেয়া হবে। টিকা গ্রহণের সময় প্রত্যেককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হবে। প্রতিটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।
উল্লেখ্য যে, কাঠালিয়া সদর ইউনিয়নের ১ থেকে ৩নং ওয়ার্ডের টিকা গ্রহণকারীদের কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, চেঁচরীরামপুর ইউনিয়নের শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটিখালঘাটা ইউনিয়নের ১৮নং পাটিখালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমুয়া ইউনিয়নে আমুয়া হাসপাতালে, শৌলজালিয়া ইউনিয়নে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় ও আওরাবুনিয়া ইউনিয়নে ৭০নং উত্তর চড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা দেয়া হবে।
প্রত্যেক কেন্দ্রে প্রথম ডোজের ৬শ জনকে টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডের বাসিন্দাদের দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।