জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মর্জিনা বেগম (২৮) নামে এক সহকারী শিক্ষিকার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)।
গতকাল ০১ আগষ্ট রোববার রাত ১০ টায় ঢাকার মালিবাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। মর্জিনার মৃত্যুতে এলাকায় শোকের মাতম।
মর্জিনা অন্তসত্বা ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার প্রথমে তাকে রাজাপুর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে। অবস্থার অবন্নতি হলে ঢাকার মালিমাগে বেসরকারি প্রশান্তি মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মর্জিনাকে বাঁচাতে চিকিৎসকরা মৃত্যুর তিনদিন পূর্বে তার গর্ভোস্থ একটি মৃত্যু পুত্র সন্তান প্রসব করান।
মর্জিনা বেগম ৬৯ নং পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি পূর্ব ছিটকী গ্রামের গোলাম মোস্তফা হাওলাদারের মেয়ে। চার মেয়ের মধ্যে মর্জিনা দ্বিতীয়।
আজ ২ আগষ্ট সোমবার সকাল ১০ টায় নিজ বাড়ীতে মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ.এম রোকুনুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন গভীর শোক প্রকাশ করছেন।