পিরোজপুর প্রতিনিধিঃ
কাউখালীর অপহরণ মামলার ২আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গত ১৪মে রাজাপুর উপজেলার সাঙ্গর গ্রামের আফজাল হোসেন সেন্টুর মেয়ে তাহিয়া আক্তার(১৪) রাজাপুর নুরুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী কাউখালী উপজেলার বদরপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসার পরে নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় বদরপুর খোকনের বাড়ির সামনে থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
পরে স্কুল ছাত্রীর পিতা আফজাল হোসেন সেন্টু অনেক খোঁজাখুজি করে তার মেয়েকে না পেয়ে ২১মে কাউখালী থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করে এবং খোজাখুজি করে পরে বদরপুর এলাকার সোহাবান রাঢ়ীর ছেলে জাকির হোসেন ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে রিয়াদ হোসেন এদের সাথে কথা বললে ও কান্ন্া কন্ঠে মেয়ের খবর জানতে চাইলে তারা জানায় আমাকে জানায় ২৩মে আনুমানিক বেলা ১১টার দিকে নাঙ্গুলী গ্রামের নাসির উদ্দিনের ছেলে মশিউর রহমান (১৮) ও ঝালকাঠী জেলার গুয়াটন এলাকার মৃত আব্দুল জলিল খানের ছেলে মোঃ হামিম খান (২৫) এরা অপহরণ করে নিয়ে গেছে।
এই খবর পাওয়ার পরে কাউখালী থানায় স্কুল ছাত্রীর পিতা আফজাল হোসেন সেন্টু একটি অপহরণ মামলা দায়ের করে। উক্ত মামলার ২১ আগষ্ট ঢাকার আশুলিয়ার গাজীচর এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং২ অপহরণকারীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং আসামীদের ২৩আগষ্ট থানা পুলিশ আদালতে পাঠিয়েছে।