ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে করোনায় আক্রান্ত মৃত্যু দেহ সৎকার ও দাফন কাজ করছে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা। কোয়ান্টাম ফাউন্ডেশনের সেচ্ছাসেবিরা জেলার বিভিন্ন জায়গায় গিয়ে তারা লাশ দাফন করে আসছে।
করোনায় মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা প্রশাসক হরেন্দ্র নাথ হাওলাদার (৮৪) , পরিমল চন্দ্র দত্ত (৬২),সেতারা পাভীন (৬০),মোঃ আবুল কালাম আজাদ সহ এখন পর্যন্ত ৫৭ জনকে দাফন ও সৎকার করেছে জেলা কোয়ান্টাম ফাউন্ডেশন।
করোনার মহামারি চলবে ততোদিন তাদের এ কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশন ঝালকাঠি জেলার পরিচালক পারভেজ খান।