অনলাইন ডেস্কঃ সমগ্র বিশ্ব আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। টানা দুটি বছর একেবারে স্থবির করে রেখেছিল বেরসিক করোনা ভাইরাস। এতোদিন হিসাব চলছিল মৃত্যু ও আক্রান্তের। তবে সুসময় ফিরে আসায় হিসাব শুরু হয়েছে সুস্থতার।
করোনা থেকে সেরে উঠার সূচকে বিশ্বের ১২১ দেশের মধ্যে ৮ ধাপ এগিয়ে পঞ্চম অবস্থানে এসেছে বাংলাদেশ। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা মোকাবিলায় নেতৃত্বের দিক থেকে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত জাপানের নিক্কেই কোভিড-১৯ আরোগ্য সূচকে এ তথ্য উঠে এসেছে।
সূচেকে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ৮৭ পয়েন্ট নিয়ে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে। সেখানে বাংলাদেশ পেয়েছে ৮০ পয়েন্ট। গত মার্চের শেষে ৭২ পয়েন্ট পেয়ে এ অবস্থান ছিল ১৩তম। ৭০ পয়েন্ট নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ২৩তম অবস্থানে রয়েছে পাকিস্তান এবং ৬২ দশমিক ৫ পয়েন্ট পেয়ে হাইতির সঙ্গে যৌথভাবে ৭০তম অবস্থানে রয়েছে ভারত।
সূত্রঃ বাংলা ভিশন।