ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সানিয়া আক্তার (২৯) করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মারা গেছেন।
আজ ২৮ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ টায় করোনা ওয়ার্ডে তার মৃত্যু। গত ১৬ জুলাই সকাল সোয়া ৭ টায় তাকে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।
অপর দিকে সানিয়া আক্তারের স্বামী এইচ এম ইমরানুর রহমানও ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। তিনিও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম জানান, তিনি সাত মাসের অন্তঃসত্তা ছিলেন, এছাড়া সম্প্রতি তিনি করোনা পজেটিভ হন। হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ জুলাই সানিয়া আক্তার ঝালকাঠিতে রেপিড এন্টিজেন্ট টেষ্ট করিয়ে করোনা পজেটিভ নিশ্চিত হন। এর কয়েকদিন পর তিনি ঝালকাঠি সদর হাসপাতালের ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ১৬ জুলাই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
উল্লেখ্য যে, মৃত্যু সানিয়া আক্তার নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার হোগলাকান্দি গ্রামের আঃ রশিদের মেয়ে ও স্বামী এইচ এম ইমরানুর রহমান বরিশালের মুলাদির বাসিন্দা। ঝালকাঠিতে ২০১৯ সালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বামী-স্ত্রী উভয়ই যোগদান করেন। এর পর থেকে তার উভয়ই কাঠালিয়া উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকের দায়িত্ব পালন করছেন।