জনতার খবর ডেক্সঃ চিত্রনায়িকা একা ও পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পীদের সংগঠন শিল্পী সমিতি। এই দুই নায়িকার বিতর্কিত কর্মকাণ্ডের জেরে শনিবার দুপুরে সমিতির সদস্যদের ডেকে কেবিনেট মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরে সংবাদ সম্মেলন ডেকে বিকেলে বিষয়টি জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। পরীমনি ও একার ঘটনায় চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি।
এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা জানান, একা ও পরীমনির ঘটনাটি চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শিল্পী সমিতি। তাদের মামলা চলমান থাকায় একা ও পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো।
পরে চ্যানেল আই অনলাইনকে মিশা সওদাগর বলেন, শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬ এর খ এবং ৯ এর গ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন সাথে সাথে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হবে।
সংবাদ সম্মেলনে সভাপতি মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ সভাপতি ডিপজল, রুবেল, অঞ্জনা, অরুনা বিশ্বাস, আলী রাজ, আলেকজান্ডার বো, জয় চৌধুরী প্রমুখ।