ঝালকাঠি প্রতিনিধিঃ ইয়ামাহা রাইর্ডাস ক্লাব ঝালকাঠির পক্ষ থেকে করোনার সচেতনতা মূলক লিপলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর কাউন্সিলর কামাল শরীফ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, চৌধূরী মটোরস এর প্রপাইটর নিউটন চৌধূরী, এ্যাডভোকেট আ.স.ম মাহামুদুর রহমান পারভেজ, ইয়ামাহা রাইর্ডাস ক্লাব ঝালকাঠির এর গ্রুপ এডমিন ইমন খান, জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক শুভাসীষ সেন ।
শহরের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক মাস্ক ও লিপলেট বিতরণ করা হয়। এসিআই মটোরস এর অর্থায়নে এ কর্মসূচী পালন করা হয়। পৌর কাউন্সিলর কামাল শরীফ বলেন, ‘ বর্তমান সরকার এই করোনা কালিন সময়ে মানুষের পাশে রয়েছে। করোনায় যারা কর্মহীন রয়েছে তাদের খাদ্য সহায়তা দিয়ে আসছে। আমাদের এই অঞ্চলের অভিভাবক জননেতা আমির হোসেন আমু এমপি প্রতিনিয়ত এলাকার খোঁজ খবর নিচ্ছে। ত্রাণ সহায়তার পাশাপাশি তিনি অক্সিজেন সিলিন্ডারও দিয়েছেন। ইয়ামাহা রাইর্ডাস ক্লাব ঝালকাঠি করোনা কালে বিভিন্ন রকমের সহযোগীতা করে আসছে।