জনতার খবর আন্তর্জাতিক ডেক্সঃ
ইরানের তৈরি করা ড্রোন দিয়ে গত বছর জর্ডানে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন দেশটির বাদশাহ আব্দুল্লাহ। তিনি বলেন, বিষয়টি আমাদের মোকাবিলা করতে হবে।
বাদশাহ আব্দুল্লাহ বলেন, ইরানে নির্মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানে ক্রমাগত হামলার ঘটনা বাড়ছে। বহু বছর ধরে ড্রোন হামলা হচ্ছে। সম্প্রতি সেটা আরও বেড়েছে। এটি জর্ডানসহ পুরো অঞ্চলের জন্যই বিপজ্জনক। ওই সাক্ষাৎকারে পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন, সাইবার হামলা ও জর্ডান সীমান্তে সংঘর্ষসহ বেশ কিছু ইস্যুর কথা তুলে ধরেন
জর্ডানের বাদশাহ বলেন, ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া এসব ক্ষেপণাস্ত্র অনেক সময় জর্ডানে এসে পড়ছে। আমাদের দেশের বিরুদ্ধে বেড়েছে সাইবার হামলাও। এসময় তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলসহ পুরো উপসাগরীয় অঞ্চলকে প্রভাবিত করবে।