জনতার খবর ডেক্সঃ
রহস্যজনকভাবে নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সংগীর সন্ধান দাবী করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ১৭ জুন বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
বিএনপি মহাসচিব বলেন, ১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান, তাঁর সংগে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ হন। এরপর ৬ দিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ বা অবস্থান জানাতে পারে নাই সরকার। এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই। যা খুবই উদ্বেগজনক ও রহস্যজনক।
মির্জা ফখরুল বলেন, বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বী বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্ত চিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষের গুম হবার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সংগীর নিখোঁজ হওয়ায় জনমনে আতংক বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নাই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবন যাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নাই। সব কিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।