জনতার খবর আন্তর্জাতিক ডেক্স
আল কায়দা নেতা এবং যুক্তরাষ্ট্রের ওপর সন্ত্রাসী হামলার হোতা ওসামা বিন লাদেনকে ২০১১ সালের মে মাসে মার্কিন সৈন্যরা হত্যা করে।
বিন লাদেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল যে এই ব্যক্তি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পেছনে অর্থের যোগান দিচ্ছে। কিন্তু তখনও লোকজন তার সম্পর্কে খুব কমই জানতো।
মূলত যুক্তরাষ্ট্রের ওপর ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার কারণেই সারা বিশ্বে পরিচিত হয়ে ওঠেন তিনি।
হামলার আগে সৌদি বংশোদ্ভূত এই ধনকুবের বছরের পর বছর কাটিয়েছেন আফগানিস্তানে।
সেসময় তার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন ফিলিস্তিনি এক সাংবাদিক আবদেল বারি আতওয়ান।
ওসামা বিন লাদেনের ব্যক্তিগত আমন্ত্রণেই তার সঙ্গে দেখা করতে লন্ডন থেকে আফগানিস্তানের দুর্গম পাহাড়ি গুহায় ছুটে গিয়েছিলেন তিনি।
সেখানে লুকিয়ে ছিলেন ওসামা বিন লাদেন।
সাক্ষাৎকারের আমন্ত্রণ ঘটনাটি ১৯৯৬ সালের
সাংবাদিক আবদেল বারি আতওয়ান বলছেন, লন্ডনের অফিসে বসে কাজ করছিলেন তিনি। এমন সময় এক ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসেন। তখনও তিনি জানতেন না যে লোকটি তার কাছে ওসামা বিন লাদেনের আমন্ত্রণ নিয়ে এসেছে।
তিনি তখন ব্রিটেন-ভিত্তিক প্যান আরব দৈনিক পত্রিকা আল কুদস আল আরাবির প্রধান সম্পাদক।
আবদেল বারি আতওয়ান বলেন, “বিশালাকৃতির একজন মানুষ। পরনে ছিল সৌদি পোশাক। মাথায় পাগড়ি। মুখে বড় বড় দাড়ি। বেশ মোটা। তিনি আমার অফিসে এলেন। জিজ্ঞেস করলেন- আপনি কি ওসামা বিন লাদেনের সঙ্গে সাক্ষাৎ করতে চান?”